দিনাজপুরে ইংরেজিতে ফেল করেছে ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী

শাহ্ আলম শাহী, দিনাজপুর : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড। ফেল করেছে ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে ৩৫ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে শুধু ইংরেজি বিষয়ে। এই বিশাল সংখ্যা বোর্ডের মোট ফেল করা শিক্ষার্থীর প্রায় ৭৮ শতাংশ। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে মিলেছে এসব তথ্য।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডে ১ লাখ ৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬০ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। ফেল করেছেন ৪৫ হাজার ৯ জন। যার মধ্যে সাড়ে ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছেন। বিষয়টি অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে।
ইংরেজিতে ফেল করা এক শিক্ষার্থীর অভিভাবক আরেফিন আলম জানান, কলেজগুলোর ইংরেজি শিক্ষকদের অভিজ্ঞতা ও দক্ষতার অভাবেই শিক্ষার্থীদের ফল বিপর্যয় ঘটেছে। তারা সঠিকভাবে শিক্ষার্থীদের পড়াতে সক্ষম নয়। তাই, শিক্ষার্থীরা ইংরেজিতেই এতোবেশি ফেল করেছে। যা কারো কাছে কাম্য নয়।
ইংরেজি ফেল ও ইংরেজি শিক্ষক সম্পর্কে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম বলেন, আমরা প্রতি বছর বিভিন্ন সময় শিক্ষকদের প্রশিক্ষিত করছি। আশা করছি আগামিতে এ সংকট কাটিয়ে তোলা সম্ভব।
দিনাজপুর শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা রয়েছে। এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম জানান, শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৬৫৯ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৮৮২ পরীক্ষার্থী। গড় পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ২৬০ জন। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ।
২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হওয়া কলেজের সংখ্যা ৪৩টি ও শতভাগ কৃতকার্য হয়েছে এমন কলেজের সংখ্যা ১১টি। এছাড়া ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ১৬৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৫২৬ জন। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। মানবিক বিভাগে ৭৪ হাজার ৮০২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৮ হাজার ২৪১ জন। মানবিক বিভাগে গড় পাসের হার ৫২ দশমিক ৫১ শতাংশ। আর ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৬৯১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ১১৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে গড় পাশের হার ৪২ দশমিক ০৫ শতাংশ।
(এসএস/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)