ঈশ্বরগঞ্জে ছাত্র শিবিরের নবীন বরণ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ঈশ্বরগঞ্জ পৌরভবন মিলনায়তনে ছাত্রশিবির ঈশ্বরগঞ্জ উপজেলা শখার সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্টেটারি ডা. ফাওজান আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামীম, জেলা সাহিত্য সম্পাদক আফজাল হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে ফুল ও কোরআন শরীফ দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান
(এন/এসপি/অক্টোবর ১৮, ২০২৫)