কাপাসিয়ার রবু সাধুর পরলোকগমন

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক ও দানবীর বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠতা ও ঐতিয্যবাহী ঘিঘাট অষ্টমী শ্নান কমিটির সভাপতি রবীন্দ্র চন্দ্র রবু সাধু আজ শনিবার সকালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী পুত্র কণ্যা সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেন।
কাপাসিয়া শ্রী শ্রী জয়কালী মন্দিরের সভাপতি বাবু নারায়ন চন্দ্র বনিক নারু, কাপাসিয়া শ্রী শ্রী জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ও অষ্টমী শ্নান কমিটির সাধারণ সম্পাদক বাবু জীবন ভেীমিক, সনমানিয়া ইউনিয়নের বিশিষ্ঠ শিল্পপতি মো.নাজমুল আহসান পিন্টু, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তৌহিদুর রহমান তপন, কাপাসিয়া দলিল লেখক সমিতির সহ-সভাপতি মো. মোশারফ হোসেন মৃধা, কাপাসিয়া শ্রী শ্রী জয়কালী মন্দিরের কোষাধ্যক্ষ বাবু চন্দন রক্ষিত, তার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজ বিকেলে রবু সাধুর দেহ স্থানীয় শ্মামান ঘাটে দাহ করা হয়।
(এসকেডি/এসপি/অক্টোবর ১৮, ২০২৫)