সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিলকে (৫০) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ ও র‌্যাব-১১। শুক্রবার  দিনগত রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইস্রাফিল বাগেরহাট জেলা শহরের হাড়িখালি এলাকার আব্দুস সালামের ছেলে। 

র‌্যাব ৬ এ তথ্য নিশ্চিত করে জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব-৬ ও র‌্যাব-১১-এর যৌথ দল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাটের সাংবাদিক হায়াত হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি ইস্রাফিলকে (৫০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইস্রাফিল বাগেরহাট জেলা শহরের হাড়িখালি এলাকার আব্দুস সালামের ছেলে। বাগেরহাট সদর থানায় হস্তান্তরের পর তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৬ অক্টোবর নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে ইস্্রাফিলকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন। পুলিশ ওই মামলায় গ্রেপ্তার ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) ও আরিফুল ইসলাম ওরফে আশিক (২৫) নামের দুই আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা জানিয়েছে মাদক নিয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য প্রকাশ করায় আসামিরা ক্ষুব্দ হয়ে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে হত্যা করেছে।

(এস/এসপি/অক্টোবর ১৮, ২০২৫)