ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এমএ মজিদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আগামীর ঈশ্বরগঞ্জ নিয়ে কথা বলেন। 

ফ্যাসিলিটিজ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমএ মজিদ জানান, দলের সিনিয়র নেতারা তাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেছেন। যার প্রেক্ষিতে অতীতের ন্যায় এবারও মাঠে কাজ করছেন।

তিনি আরো বলেন, দল যদি মনোনয়ন দেয় তাহলে তিনি দলের একজন পুরাতন কর্মী হিসেবে জনগণের ভোটে নির্বাচনে জয় লাভ করবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম- আহবায়ক কামাল তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আ. হাকিম, তারুন্দিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ।

(এন/এসপি/অক্টোবর ১৯, ২০২৫)