ফুলপুরে চাচার হাতে ভাতিজা খুন

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে পরকীয়ার প্রতিবাদ করায় বাবুল মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৭) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল শনিবার রাতের দিকে উপজেলা রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, রঘুরামপুর গ্রামের শফিকুল ইসলাম সাফীর ছেলে সাদ্দাম হোসেনের (৩০) সাথে চাচাত ভাইয়ের স্ত্রী সুফলা খাতুনের পরকীয়া চলছিল। সাদ্দাম হোসেনের ভাতিজা ইকবাল হোসেন সম্প্রতি তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ঘটনার জোর প্রতিবাদ করে। এতে সাদ্দাম হোসেন ক্ষিপ্ত হয়ে শনিবার রাত ৯টায় ধারালো অস্ত্র দিয়ে ইকবালকে আঘাত করলে ইকবাল গুরুতর আহত হয়। আহত ইকবাল হোসেনকে ফুলপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় নিহতের ভাই গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ওই ঘটনায় নিহত ইকবাল হোসেনের মা শেফালি আক্তার বাদী হয়ে সাদ্দাম হোসেনকে প্রধান আসামী করে ফুলপুর থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন চলছে।
(এসআই/এসপি/অক্টোবর ১৯, ২০২৫)