সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আনন্দঘন পরিবেশে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার প্রতিষ্ঠানটির প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘মা সমাবেশ’ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শ্রেণি কার্যক্রমে প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মা'দের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও স্কুল শাখার প্রধান শিক্ষক লাকি আক্তারের পরিচালনায় শিশুদের শেখার পরিবেশ ও মানোন্নয়নে অভিভাবকদের প্রাণবন্ত সক্রিয় অংশগ্রহণে পরামর্শ পর্ব ছিল প্রশংসনীয়। বিদ্যালয় কর্তৃপক্ষের সদিচ্ছা, অভিভাবকদের অনুপ্রেরণা ও সম্মিলিত প্রচেষ্টায় আগামী বছরে নতুনদের নিয়ে প্রতিষ্ঠানটি আরো একধাপ এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়া মা সমাবেশে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।

এতে প্রধান আলোচক হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোঃ আকরাম হোসেন রিপন। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাহাদাত উল্যা শুভ্র, স্কুল শাখার ইনচার্জ হাবিবুল হাসান শাকিল, কোঅর্ডিনেটর মারুফ খান প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি মা সমাবেশে উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরা ভূঁইয়া।

এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা থেকে পাঠ করা হয়। এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ সদস্য, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(এসকেডি/এসপি/অক্টোবর ১৯, ২০২৫)