১৫ মাসেও অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মেলেনি
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গত ১৫ মাস অতিবাহিত হলেও বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের পাট ক্ষেতের আইল থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা ব্যক্তির (৩৬) লাশের পরিচয় এখনও মেলেনি। অজ্ঞাতনামা ওই লাশের পরিচয় না পাওয়ায় তদন্তে হত্যা মামলাটির কুলকিনারা করতে পারছে না পুলিশ।
হত্যা মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই সকাল ৯টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে মো. গোলাম নবি হাওলাদারের পাট ক্ষেতের আইলে এক ব্যক্তির (পুরুষের) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। লাশটি ফুলে গায়ে পছন ধরে। লাশের গায়ে নেভী ব্লু রংয়ের একটি টি-শার্ট ও পড়নে জলপাই রংয়ের একটি গ্যাভাডিং প্যান্ট রয়েছে। লাশের গায়ের রং কালো, উচ্চতা- ৫ ফুট, কোকড়ানো দাড়ি, মোচ ও চুল, মুখমন্ডল লম্বাটে ও নাক ছোট।
লাশটি ফুলে গায়ে বিভিন্ন স্থানে ফোসকা ও পছন ধরেছে। লাশের দুই পায়ের হাটুর নিচে গোড়ালির উপরে মাংসপেশি বিচ্ছিন অবস্থায় দেখা যায়। লাশের প্যান্টের কোমড়ের হুকের সাথে একটি ইউনিক মডেল স্কুল, পলশাপুর, ০৫ নং ওয়ার্ড, বিসিসি, বরিশাল লেখা রয়েছে। যাতে লেখা আছে নাম- রহমত খাঁন, শ্রেনী-২য়, রোল-০২, পিতা- মিঠুন খাঁন, মাতা-জেছমিন বেগম, মোবা-০১৭৯৭৮৫৭২০৮।
এছাড়াও লাশের সাথে একটি লাল রংয়ের টর্চলাইট, একটি গ্যাসলাইট, একটি চশমা ও একজোড়া চামড়ার স্লিপার পাওয়া যায় । অনুমান হচ্ছে, কোন অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা ২০২৪ সালের ১৭ জুরাই থেকে ২০ জুলাই মাসের যে কোন সময়ে ওই ব্যক্তিকে (পুরুষকে) হত্যা করে লাশ গুম করার জন্য ওই পাট ক্ষেতের আইলের উপর ফেলে রাখে।
হত্যা মামলার তদন্তকারী দ্বিতীয় কর্মকর্তা ও গৌরনদী থানার এস.আই মো. নজরুল ইসলাম জানান, উপজেলার খাঞ্জাপুর গ্রামের চৌকিদার মো. মাহবুব মৃধা (৪০) বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ২০২৪ সালের ২০ জুলাই রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে মেডিকেল পরীক্ষার রিপোর্ট উল্লেখ রয়েছে। বহু চেষ্টা করেও অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় এখন পাওয়া যায়নি। লাশের পরিচয় না পাওয়ার কারণে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হচ্ছে না। ফলে হত্যাকারীরা পার পেয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
(টিবি/এসপি/অক্টোবর ১৯, ২০২৫)