তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন।

এ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ এম শাহাদাত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাকসানা লাকী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, টুঙ্গিপাড়া দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাস কেন্দ্রের (বালিকা) তত্ত্ববধায়ক শীলা সাহা, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, জেকে পলিমার ইন্ডাষ্ট্রির ম্যানেজার আহম্মেদ কুতুব সহ আরো অনেকে।

এ সময় উন্নয়ন ও গণমাধ্যম কর্মী মনোজ কুমার সাহা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক মো. রাকিবুল হাসান লিমন, শ্রম পরিদর্শক সবুজ শেখ, শ্রম পরিদর্শক ইফতেখারুল কবীর, শ্রম পরিদর্শক আখেরী জান্নাত, শ্রম পরিদর্শক মো: জুয়েল হোসেন, শ্রম পরিদর্শক প্রতিম মন্ডল সহ বিভিন্ন দপ্তর, প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধান, প্রতিনিধি এবং পরিবীক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন বলেন, উন্নত সমৃদ্ধ রাষ্ট্রের অঙ্গীকার হচ্ছে শিশুশ্রম নিরসন করা। আমরা শিশুশ্রম নিরসন করব। উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গড়ব।
এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীনের সভাপতিত্বে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন।

(টিবি/এসপি/অক্টোবর ১৯, ২০২৫)