ফরিদপুরে জামায়াতের টার্গেট ফরিদপুর-৩ ও ফরিদপুর-১ আসন

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলায় জামায়াতের টার্গেট ফরিদপুর-৩ (সদর) এবং ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) সংসদীয় আসনে বিজয়ী হওয়া। সেই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন যাবত নিরবে কাজ করে যাচ্ছে দলটির নেতা কর্মীরা। এমনকি তারা আশা প্রকাশ করছেন এই দুইটি আসনে তাদের বিজয় সুনিশ্চিত করে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ফরিদপুরে জামায়াত ইসলামী এবার একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে।
গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ফরিদপুরের কানাইপুরে ভোজন বিলাস রেস্তরাঁয় উত্তরাধিকার ৭১ নিউজের সাথে এক অনানুষ্ঠানিক মত প্রকাশের সময় কানাইপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. সিরাজুল ইসলাম এসব কথা জানান।
তার সাথে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ঠাকুর সহ জামায়াতের তিন নেতা ওই রেস্তোরাঁর রাতের খাবার খেতে এসেছিলেন।
এসময় ওই রেস্তোরাঁয় খাবার খেয়ে বের হওয়ার সময় তাঁদের সাথে দেখা হয় এবং জামায়াতের ইউনিয়ন সভাপতি ও উত্তরাধিকার ৭১ নিউজের এই প্রতিবেদকের সাথে এ ব্যাপারে কিছুক্ষণ কথা হয়। তিনি জানান, আগামী নির্বাচনে ফরিদপুর-১ ও ফরিদপুর -৩ সংসদীয় আসন দু'টির জয়ের টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছি আমরা এবং আশা প্রকাশ করছি আমরা বিজয়ী হবো।'
এসময় চোখে-মুখে আনন্দের অনুভূতি প্রকাশ করে ওই নেতা আরও জানান, 'জামায়াত ক্ষমতায় আসবে নিশ্চিত থাকেন, দেশে জামায়াতের নিরব বিপ্লব ঘটতে যাচ্ছে।'
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের খ্যাতনামা চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের মতো এবার জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াত বিজয় অর্জন করতে যাচ্ছে বলেও আশাবাদ ব্যক্ত করেন পেশায় মাদ্রাসা শিক্ষক ওই ইউনিয়ন জামায়াত নেতা।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, ফরিদপুর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে জানে দেশের মানুষ। এখানে, দু'টি আসন জামায়াত পাওয়া মানে অনেক কিছু। ফরিদপুর থেকে উপরোক্ত দু'টি সংসদীয় আসনে বিজয় অর্জনের ব্যাপারে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের পাশাপাশি আশাবাদী সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দও বলেও জানান তিনি।
(আরআর/এসপি/অক্টোবর ১৯, ২০২৫)
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলায় জামায়াতের টার্গেট ফরিদপুর-৩ (সদর) এবং ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) সংসদীয় আসনে বিজয়ী হওয়া। সেই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন যাবত নিরবে কাজ করে যাচ্ছে দলটির নেতা কর্মীরা। এমনকি তারা আশা প্রকাশ করছেন এই দুইটি আসনে তাদের বিজয় সুনিশ্চিত করে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ফরিদপুরে জামায়াত ইসলামী এবার একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে।