আন্তর্জাতিক ডেস্ক : রাফায় সংঘাতের পরে যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি এয়ার ফোর্স ওয়ানে থাকাকালীন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন যে, গাজায় যুদ্ধবিরতি বহাল আছে কি না। এর জবাবে তিনি বলেন, হ্যাঁ, আছে।

তিনি বলেন যে, হামাস নেতৃত্ব যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো অভিযোগের সঙ্গে জড়িত ছিল না । হামাসের পরিবর্তে গাজার অভ্যন্তরে কিছু বিদ্রোহী গোষ্ঠীকে দোষারোপ করেছেন তিনি।

ট্রাম্প বলেন, কিন্তু যেভাবেই হোক, এটি সঠিকভাবে পরিচালনা করা হবে। এটি কঠোরভাবে ও সঠিকভাবে মোকাবিলা করা হবে।

এদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল কমপক্ষে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছে আরও ২৩০ ফিলিস্তিনি। ইসরায়েল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।

ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করেছে হামাস।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছে। অপরদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় মোট ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

(ওএস/এএস/অক্টোবর ২০, ২০২৫)