ক্যাসিনো সম্রাট লিপু ও তার সহযোগী আলমের একদিনের রিমাণ্ড মঞ্জুর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুসহ ও তার সহযোগী মুছাঈদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিনহাজউদ্দিনের ১০ দিনের রিমাণ্ড আবেদন শুনানী শেষে জ্যেষ্ট বিচারিক হাকিম ৩ য় আদালতের বিচারক মাসুমা আক্তার আগামি ২২ অক্টোবর তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন- মেহেরপুর জেলার শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলেমোরশেদুল আলম লিপু গাজী (২৮) ও একই জেলার বামনপাড়া গ্রামের মাসুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।
মামলার বিবরনে জানা যায়, সাতক্ষীরার ঘোষপাড়ার আব্দুল মালেকের ছেলে রুহুল আমিনকে ক্যাসিনো সামগ্রীসহ গত ৫ অক্টোবর রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পরদিন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হেমায়েত হোসেন বাদি হয়ে গ্রেপ্তারকৃত রুহুল আমিন ছাড়াও চারজনের নাম উল্লখ করে তালা ও শ্যামনগরের অজ্ঞাতনামা ১২ জনের নামে মামলা দায়ের করেন। গত ৯ অক্টোবর রাতে বাইপাস সড়ক থেকে পুলিশ তিনটি ল্যাপটপ ও ১৬ টি মোবাইলসহ মেহেরপুরের ক্যাসিনো সম্রাট লিপু ও মুছাঈদ আলমকে আটক করে ১৩ অক্টোবর ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। ১৪ অক্টোবর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ড আবেদন করা হয়।
(আরকে/এসপি/অক্টোবর ২০, ২০২৫)