শ্রীনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্যে অবস্থানগত দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রাচীন বাজার শ্রীনগর বাজার। দীর্ঘ ২ দশক পরে গত ১৮ অক্টোবর শনিবার উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে যুগ্ম সম্পাদক ২ টি পদের বিপরীতে মোট ৪ জন প্রার্থী ভোটের মাঠে ছিলেন। এর মধ্যে বয়সের দিক থেকে সর্ব কনিষ্ঠ প্রার্থী ছিলেন জসিম রহমান। তিনি প্রজাপতি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া জহিরুল ইসলাম হরিণ,মো:জুয়েল গাভী,মো: শাহিন জাহাজ প্রতিক নিয়ে লড়েছেন।

বাজারের হাল নাগাদ ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল ১,০৫৪ টি। ভোট প্রদান করেছিলেন ৯৫৪ জন ভোটার। এর মধ্যে জসিম রহমানের শুধু প্রজাপতি প্রতিকে প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৭৫৯ টি । যা ছিল সকল নির্বাচিত পদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম হরিণ প্রতিক ৫০৫ টি ভোট পেয়ে বিজয়ী হন। আর যুগ্ম সম্পাদক পদে মো: শাহিন জাহাজ ২২৯ এবং মো: জুয়েল গাভী প্রতিক ২১০ ভোট পেয়ে পরাজিত হন। বইঘর লাইব্রেরীর পরিচালক জসিম রহমান নির্বাচিত সকল পদের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটে যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় বাজারের সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া সভাপতি পদে মো: দেলোয়ার হোসেন চেয়ার প্রতিক নিয়ে ৫৫৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে শেখ মজিবর রহমান আনারস প্রতিকে ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,আইন বিষয়ক সম্পাদক পদে জানে আলম টিপু গোলাপ ফুল প্রতিক ৭২৬, ক্রীড়া সম্পাদক পদে তানভীর আহমেদ ফুটবল প্রতিকে ৫৩৮, আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক আল আমিন মাঝি সূর্যমুখী প্রতিকে ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হন।

এর আগে সহ সভাপতি পদে ২ জন, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজ কল্যান সম্পাদক পদে ১জন করে, ধর্ম বিষয়ক সম্পাদক ২ জন , সাধারণ সদস্য ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫জন নির্বাচিত হন।

(এআই/এএস/অক্টোবর ২১, ২০২৫)