মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের উপজেলা ও জেলা পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা আদায়ের লক্ষ্যে ফুলপুরে শিক্ষক-কর্মচারীদের মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌন মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিক্ষক ও কর্মচারীরা শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন।

মৌন মিছিলে নেতৃত্ব দেন শিক্ষক নজরুল ইসলাম, সাইদুল ইসলাম মোবারকী, আবু সাঈদ, আব্দুল্লাহ জোবায়ের, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও আবু বকর সিদ্দিক, নাহিদ নিগার সুলতানাসহ এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ। এসময় বক্তারা দাবি আদায়ে ব্যাপারে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

(এসআই/এসপি/অক্টোবর ২১, ২০২৫)