আগুনে পোড়া দোকানীদের পাশে দাঁড়ালেন মামুন খন্দকার

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে এক ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে যায় ১২টি দোকান। রাতারাতি সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন, আমিনা-মামুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, আরবিটি নিউজ–এর সম্পাদক ও আমিনা জুয়েলার্স এর মালিক খন্দকার আশরাফুল আলম মামুন।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নেন, এবং সহায়তা হিসাবে তাদের হাতে তুলে দেন নগদ দশ লক্ষ টাকা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় কাদিরদী বাজারের সেই আগুনে পোড়া দোকানগুলো ঘুরে দেখেন এই মানবিক উদ্যোক্তা ও দানবীর, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুল আলম মামুন। তার আগমন ও সহায়তা পেয়ে কান্নার মাঝেও হাসি ফোটে অসহায় ব্যবসায়ীদের মুখে।
সহায়তা প্রদান শেষে খন্দকার আশরাফুল আলম মামুন আবেগভরে বলেন— “আমি একজন সাধারণ মানুষ , আল্লাহর সন্তুষ্টিই আমার একমাত্র লক্ষ্য। যেন কেউ অভাবে অভুক্ত না থাকে—এই চেষ্টাই করি। পৃথিবী থেকে সবাইকেই একদিন বিদায় নিতে হবে। এই অর্থ দেয়ার ক্ষমতা আমার নয়, সবই আল্লাহর দান। তাঁর নির্দেশেই আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সেবা করে যেতে পারি।”
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, সমবায় কর্মকর্তা আফজাল হোসেন ও থানা পুলিশের সদস্যবৃন্দ।
(কেএফ/এসপি/অক্টোবর ২১, ২০২৫)