ফরিদপুরে মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়ার মনোনয়নের দাবিতে মানববন্ধন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বিএনপি নেতা মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়ার মনোনয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের গোয়ালচামট মডেল মসজিদের সামনে “ফরিদপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের মাটি ও মানুষের নেতা মাহবুবুল হাসান পিংকু একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি চার দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন।
বক্তারা আরও বলেন, পিংকু ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গরিব-দুঃখী মানুষের পরম আশ্রয়স্থল। করোনাকালে নিজের অর্থায়নে খাদ্য ও সহায়তা বিতরণসহ ঈদ, পূজা ও বিভিন্ন পার্বণে অসহায় মানুষকে সহযোগিতা করেছেন। দলের দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে দলের পাশে থেকেছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে তিনি ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তারপরও তিনি দল ও মানুষের সেবায় অটল ছিলেন।
সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সহ-সম্পাদক শহিদুল ইসলাম টুটুল, সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন ও যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল প্রমুখ।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, যদি মাহবুবুল হাসান পিংকু ফরিদপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হন, তবে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাঁকে ফরিদপুর-৩ আসনে মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়।এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ নেতাকর্মীরা মানববন্ধনস্থলে সমবেত হন।
(ডিসি/এসপি/অক্টোবর ২১, ২০২৫)