সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে ৩ দিনব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে তিনদিনের কর্মশালা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। 

চিংড়ি গবেষণা কেন্দ্রের অডিটরিয়ামে কর্মশালার প্রথম দিনে দেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটগুলোর গবেষণা কার্যক্রম সাফল্য ও প্রযুক্তি উদ্ভাবন, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সাম্প্রতিক কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরে চিংড়ি চাষে ঘেরের জমি নির্বাচন, অবকাঠামো উন্নয়ন- প্রস্তুতি, চিংড়ির পোনা নির্বাচন, পরিবহন, নার্সারীকরণ, চিংড়ি খাদ্য ও পুষ্টিমান, চিংড়ির গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ বিষয়ক বিষয়ের উপর আলোচনা করা হয়।

কর্মশালায় বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, চিংড়ি গবেষণা কেন্দ্রের উপ পরিচালক শামসু নাহার, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম তানবিরুল হক, ড. মো. আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা রাবিনা আক্তার লিমা, মো. সোয়েবুল ইসলাম, মো. ইকরামুল হক বিভিন্ন বিষয়ে উপর বক্তব্য রাখেন।

(এস/এসপি/অক্টোবর ২১, ২০২৫)