বাগেরহাটে এমপিওভূক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে এমপিওভূক্ত শিক্ষকরা কর্মবিরতি পালনসহ তিন দফা দাবিতে বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার এমপিওভূক্ত শিক্ষকরা শহরে বিক্ষোভ মিছিল করে। পরে তারা বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে।
মিলিছ ও প্রতিবাদ সমাবেশ চলাকালে শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, যদুনাথ স্কুল এন্ড কলেজসহ সব বেসকারি বিদ্যালয় শিক্ষকরা অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমন্বয়ক মো. কোহিনুর রহমান, শিক্ষক সেলিম মাসুদ, কামরুন নাহার, মোহাম্মদ আলাউদ্দিন, মো. নুরুল ইসলাম, জিয়াউল ইসলাম, মীর আনিসুর রহমান, মোহাম্মদ আল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার কথা বলেন।
(এস/এসপি/অক্টোবর ২১, ২০২৫)