নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের অন্যতম বারদী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া ও শিক্ষানুরাগী স্বপন কুমার দাস। 

আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষককে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিন্মলিখিত ব্যক্তিদ্বয়ের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে এই স্মারক ইস্যুর তারিখ থেকে ৬ মাসের জন্য অনুমোদন করা হলো।

এতে সভাপতি হিসেবে স্বপন কুমার দাস,শিক্ষক সদস্য সেলিম মিয়া, অভিভাবক সদস্য আব্দুল আলী ও পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।

প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধান ৬৫ (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে ২০১১ এর ১২ এপ্রিল জারি করা সরকারি এক প্রজ্ঞাপন মূলে এডহক কমিটি শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।

এদিকে স্বপন কুমার দাস বারদী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হওয়ায় আনন্দের জোয়ার বইছে বারদীতে। তিনি ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এ উচ্চতর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাবান্ধব স্বপন কুমার দাসকে সামাজিক সংগঠনগুলো অভিনন্দন জানানোর পাশাপাশি রাজনৈতিক সচেতন মহলেও তিনি প্রশংসা ভাসছেন।

সচেতন মহলের মতে, শিক্ষিত তরুণ, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী স্বপন কুমার দাস প্রত্যন্ত জনপদের এই বিদ্যাপীঠকে পাল্টে দেবে। এখানকার ফলাফল, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অগ্রসর করে ওই এলাকার শিক্ষার হার বাড়াতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

(এনকেএস/এসপি/অক্টোবর ২১, ২০২৫)