আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শিক্ষকদের দাবী আদায়ের লক্ষে সারা দেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায়ও শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক ফারহানা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হরিপদ সরকার, বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, বিএইচপি একাডেমীর শিক্ষক মাওলানা ফজলুল হক, টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়াসহ প্রমুখ।

(টিবি/এসপি/অক্টোবর ২১, ২০২৫)