নড়াইলে ছাতড়া রাধাগোবিন্দ-মহামায়া মন্দিরের ঘাট নির্মাণ ও মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া শহরের ছাতড়া সার্বজনীন রাধাগোবিন্দ-মহামায়া মন্দিরের ঘাটের নির্মাণ কাজ ও ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে লোহাগড়া শহরের ছাতড়া সার্বজনীন রাধাগোবিন্দ ও মহামায়া মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহর ব্যাপী মহাযজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া ইসলাম, লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ছাতড়া নামযজ্ঞ অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি নিমাই কুন্ডু, সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন কুন্ডু ছোটন, পূজা উদযাপন ফ্রন্ট লোহাগড়া পৌর শাখার সভাপতি গৌতম সাহাসহ প্রমূখ।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিক ভাবে ছাতড়া সার্বজনীন রাধাগোবিন্দ ও মহামায়া মন্দির সংলগ্ন ঘাটের নির্মাণ কাজ ও ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় মন্দির প্রাঙ্গণে শত শত ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।
(আরএম/এএস/অক্টোবর ২২, ২০২৫)