স্টাফ রিপোর্টার : র‌্যাপিড পাস ব্যবহার করে মেট্রোরেল স্টেশনে ঢুকে পাঁচ মিনিটের মধ্যে বের হলে ভাড়া না কাটার সুবিধা বন্ধ করে দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। এখন থেকে এই কাজ করলে কেটে নেওয়া হবে ১০০ টাকা করে ভাড়া।

গত সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন এই নিয়ম চালু করে স্টেশনগুলোতে নোটিশও টাঙিয়ে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

কয়েকটি স্টেশনে টাঙানো নোটিশে ডিএমটিসিএল বলেছে, সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কর্তন হবে।

মেট্রোরেলের এই সুবিধা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২৫)