রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ ,বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ আজিজুর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্ঘটনা রোধে চালক পথচারীদের সচেতন হতে হবে। মোবাইলে কথা না বলার পাশাপাশি ক্লান্তি, অসুস্থতা বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। সভা শেষে দশ জন চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়।

(আরকে/এসপি/অক্টোবর ২২, ২০২৫)