ধামরাইয়ে আড়াই শতাধিক মন্ডপে কালীপূজা অনুষ্ঠিত

ধামরাই প্রতিনিধি : ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে আড়াই শতাধিক পূজা মন্ডপে দুু’দিন ব্যাপী কালী পূজা উৎসব বর্ণাঢ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রতি পূজা মন্ডপে আলোক সজ্জায় জাঁকজমকপূর্ণ পরিবেশের রূপ নেয়। ধামরাই যাত্রা বাড়ি শ্রীশ্রী মাধব দেবের কথিত শশুরালয় মন্দির মাঠে একতা সঙ্গের আযোজনে অনুষ্ঠিত হয় কালী পূজা।
এছাড়া গোপন নগর, কায়েত পাড়া সার্ব জনিন মন্দিরে, চৌদালীপাড়া, ইসলামপুর, দক্ষিণপাড়া, ধামরাই মহা শশ্মানে সব চেয়ে বড় আয়োজন ছিল এই কালী পূজায়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে শান্তি পুর্নভাবে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।
কালী পূজার রাতে ধামরাই মহা শশ্মানে বহু ভক্ত বৃন্দের ঢল নামে। কালী পূজা উপলক্ষে রাতে মহা শশ্মান কমিটির আয়োজনে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদে শিল্পী স্নেহা তরফদার তিনটি ধর্মীয় সঙ্গীত পরিবেশন করে।পরে লক্ষী কান্ত সরকার ধর্মীয় সঙ্গী পরিশেন করেন। এছাড়াও বিভিন্ন সঙগঠন সঙ্গীত পরিবেশন করেছে।
ধামরাইয়ের প্রতিটি মন্ডপে মানুষের ঢল নামে। সব চেয়ে ভীড় হয়েছে ধামরাই পৌর মহা শশ্মানে। এখানে গভীর রাতে মায়ের পুজা অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত নারী পুরুষের ভীড় ছিল ব্যাপক।
(ডিসিপি/এসপি/অক্টোবর ২২, ২০২৫)