ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘ত্যাগীদের’ বাদ রেখে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। গঠিত কমিটি প্রত্যাখ্যান ও অবাঞ্চিত করে ঈশ্বরদীতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ ও দুই দফা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকালে ‘কলেজ ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্নবাসন এবং সৎ যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন না করায় বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে’ ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আবারও সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘ঈশ্বরদী উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের’ ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন।

জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের ১২ সদস্যদের নাম ও পদ সম্বলিত কমিটি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘোষিত কমিটিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষর রয়েছে। এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে ছাত্রলীগের ইমরান খাঁন ও ওমর শেখ শান্ত এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তারেক মন্ডলকে পদায়ন করা হয়েছে। তারা তিনজনই ছাত্রলীগের ওয়ার্ড কমিটির বিভিন্ন পদে রয়েছেন এবং বিগত সংসদ নির্বাচনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে রিয়ামুল ইসলাম (রিয়াম) নামের একজনকে মনোনীত করা হয়েছে। যাকে চেনেন না কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। গত ১৫-২০ দিন পূর্বে তিনি ঈশ্বরদী সরকারি কলেজে ভর্তি হয়েছেন। এখনও তার কলেজ আইডি কার্ডই হয়নি বলে উল্লেখ করা হয়।

এ সময় বক্তারা আরও বলেন, অভিযোগের বিষয়ে আমরা ইতিমধ্যে জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের কোন সিদ্ধান্ত জানানো হয়নি’। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল ঈশ্বরদী শহর প্রদক্ষিণ করে।

এদিকে কমিটি প্রকাশের সঙ্গে সঙ্গে মঙ্গলবার রাতেই ঈশ্বরদী শহরে ও কলেজ ক্যাম্পাসে পৃথক পৃথক আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাত ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে কমিটি বাতিল ও অবাঞ্চিত ঘোষণা করে বক্তব্য রাখেন ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহ্মুদুল ইসলাম শাওন, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহান, নাজমুল হাসান রিসাদ প্রমূখ। এ সময় কলেজ চত্বরে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ঘোষিত কমিটি বাতিল ও অবাঞ্চিত ঘোষণা করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

অপরদিকে রাত ১২টার সময় সরকারি কলেজ ছাত্রদলের একাংশের নেতাকর্মীসহ পদবঞ্চিতরা সংবাদ সম্মেলন করে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলেজ কমিটি বাতিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা অযোগ্য নেতাকর্মী ও ছাত্রলীগারদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠনের তীব্র নিন্দা জানিয়ে কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন-সম্পাদক শ্রাবণ আহমেদ, সাবেক যুগ্ন-সম্পাদক শ্যাম আগারওয়ালা বিকি, বর্তমান কমিটির প্রচার সম্পাদক মো. মাহমুদ হাসান শান্ত, দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদ, উপজেলা কমিটি সদস্য ইব্রাহিম হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ‘কোন কিছুর বিনিময়ে অযোগ্যদের দিয়ে হঠাৎ করে কমিটি করা হয়েছে। আমরা এ কমিটি মানি না। এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী রয়েছে কমিটিতে।’ সম্মেলনে ছাত্রদল নেতারা এসময় সরকারি কলেজের নতুন কমিটিকে ‘অবৈধ’ ও ‘অবাঞ্ছিত’ বলে ঘোষণা দেন।

পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জানান, কেন্দ্রীয় কমিটি খোঁজখবর ও তদন্তের মাধ্যমে এই কমিটি ঘোষণা দিয়েছেন। এখানে জেলা কমিটির কিছু করার নেই। ছাত্রলীগারদের দিয়ে কমিটির বিষয়ে কোন অভিযোগ পাননি জানিয়ে তিনি আরও বলেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের বিষয়ে তাদের সাথে কোন ধরণের আলোচনা হয়নি বা তাদের কিছুই জানানো হয়নি। কমিটিতে ছাত্রলীগের কেউ থাকলে তদন্ত সাপেক্ষে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

(এসকেকে/এএস/অক্টোবর ২২, ২০২৫)