সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল মাতুব্বর (৩৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আটকের বিষয়টি জানিয়েছেন সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল।

আটককৃত রেজাউল উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামের মৃত আব্দুর রব মাতুব্বরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার বিকাল অনুমানিক চারটার দিকে সালথা থানাধীন গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া গ্রামের আশ্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে রেজাউলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে স্টার সিগারেটের খালি প্যাকেটের ভেতর পলিথিনের ব্যাগে মোড়ানো ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, লক্ষনদিয়া গ্রামের আশ্রয়ন কেন্দ্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ রেজাউল মাতুব্বর নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(এএনএইচ/এএস/অক্টোবর ২৩, ২০২৫)