বরগুনা প্রতিনিধি :বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের দায়িত্বে অবহেলার কারণে  বুধবার সকালে এক শিশুর মৃতু ঘটেছে। শিশুটির পরিবারের অভিযোগ গত ১৫ ডিসেম্বর শিশুটিকে হাসপাতালে ভর্তির করার পর  গত ২দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসকের অবহেলার কারণে চিকিৎসা সেবা না পেয়ে শিশুটি হাসপাতালেই মারা গেছে।

নিহত শিশু মোসা. হাফিজা আক্তার(৭) বরগুনার বামনা উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের মো. দুলাল গাজীর মেয়ে। সে সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্রী।

শিশুটির পরিবার সুত্রে জানাগেছে, হাফিজা অনেকদিন থেকে মাঝে মাঝে বমি করতো। গত ১৫ ডিসেম্বর কয়েকদফা বমি করায় শিশুটির পরিবারের লোকজন বিকেলে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি করার পরে ২৪ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও ওই শিশুটির শাররীক খোঁজ খবর নিতে কোন চিবিৎসক আসেননি।

পরে গত ১৬ ডিসেম্বর বিকেলে ডা. সাব্বির আহম্মেদ শাকিল নামে একজন চিকিসৎক শিশুটির বেডে গেলেও তাকে কোন চিকিৎসা পত্র প্রদান করেননি। এমনকি ওই শিশুটির পরিবারকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল স্থানান্তরের পরামর্শ দেননি। গতকাল বুধবার সকালে শিশু হাফিজার বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসকের অবহেলায় মৃত্যু হয় বলে দাবী করেছেন শিশুটির পরিবার।

উল্লেখ্য দীর্ঘ দিন ধরে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় এখানে ভর্তি হওয়া রোগীরা সঠিক ভাবে সেবা না পাওয়ায় এধরণের দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

শিশুটির পিতা মো. দুলাল গাজী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পরে এক চিকিৎসক আসলেও তিনি তার মেয়েকে কোন ব্যবস্থা পত্র দেয়নি। এর পরে হাসপাতালের আর কোন চিকিৎসক তার মেয়ের খোঁজ খবর নেননি। হাসপাতালের চিকিৎসকরাই তার মেয়েকে মেরেছে। এই চিকিৎকদের অপেক্ষায় না থাকলে তার মেয়েকে বাঁচানো যেত বলে জানিয়েছেন দুলালগাজী।

কর্তব্যরত চিকিৎসক মো. সাব্বির আহম্মেদ শাকিল জানান, সে রোগীর সার্বক্ষনিক খোজ নিয়েছেন। রোগেীর অবস্থা আশংকাজন দেখে তাকে মৌখিক ভাবে বরিশালে নিয়ে যেতে বলা হয়েছিলো। রোগীটির মৃত্যুতে চিকৎসকদের কর্তব্যের অবহেলা বিষয়টি সঠিক নয়।


(এমএইচ/এসসি/ডিসেম্বর১৭,২০১৪)