চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী এবং উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের চাটমোহর উপজেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সোহেলের সঞ্চালনে মানববন্ধনে বক্তব্য দেন, আব্দুল মোতালিব, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সোহেল, বাবুল মিয়া বুদ্দু, কে এম মহিউদ্দিন, সানোয়ার হোসেন, সুদাম কুমার দত্ত প্রমুখ।

(এসএইচ/এসপি/অক্টোবর ২৩, ২০২৫)