কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পৌরশহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মাঠে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেড (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের বিভিন্ন পন্য সরিয়ে নিতে নির্দেশ দেন।

এছাড়া প্রকাশ্যে রাস্তার পাশে পোল্ট্রি মুরগির কেনাবেচা ও জবাই করে রাস্তায় রক্ত ফেলে রাখার দায়ে ওই ব্যবসায়ীর নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে কেন্দুয়া পুরাতন বাসট্যান্ড এলাকায় মডেল সরকারি বিদ্যালয়ের সামনে সরকারি জায়গায় একটি বিল্ডিং নির্মাণের কাজ চলছিল।

সূত্র জানায়, ওই মালিককে নোটিশ দেওয়ার পরও সরিয়ে না নেওয়ায় ভেক্যু দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। অভিযান পরিচালনা কালে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, পৌরসভার সচিব ফারুক আহম্মেদ সুমন সহ আইন শৃংখলা বাহিনী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, ফুটপাতে ব্যবসার কারণে জনগণের পায়ে হেটে চলাচলের খুব অসুবিধার সৃষ্টি হচ্ছিল। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচার দিয়ে বার বার সতর্ক করার পরও অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছিলেন না। জনগণের সুবিধার্থে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভেক্যু দিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে।

(বিএস/এসপি/অক্টোবর ২৩, ২০২৫)