ফরিদপুরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইসমাইল শেখ (৪৭) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, দণ্ডিত অর্থ জেলা কালেক্টরের মাধ্যমে আদায় করে ভুক্তভোগী তরুণীকে প্রদান করা হবে।
সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।”
দণ্ডপ্রাপ্ত ইসমাইল শেখ ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়া পাড়া গ্রামের আমিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ আগস্ট থেকে ১৫ অক্টোবরের মধ্যে সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের একটি পাটক্ষেতে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। পরে এলাকায় অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে ইসমাইল শেখ ধর্ষণের বিষয়টি স্বীকার করে কৌশলে পালিয়ে যান।
এরপর ২০২৩ সালের ৬ জুন বিকেলে ভুক্তভোগী তরুণী নিজ বাড়িতে মৃত সন্তান প্রসব করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করে।
ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে ২০২৩ সালের ৯ জুন ফরিদপুর কোতোয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়, যার ভিত্তিতে আজ এই রায় ঘোষণা করা হলো।
পিপি গোলাম রব্বানী ভূঁইয়া রতন আরও বলেন, “এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। আমরা আশা করি, এটি সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।”
(ডিসি/এসপি/অক্টোবর ২৩, ২০২৫)
