ধানের শীষ নিয়ে জামালপুর সদরে নির্বাচনে যেতে চান বাবলু

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর-৫ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে যেতে চান গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আশা ব্যক্ত করেছেন। নির্বাচিত হয়ে দখলদার ও চাঁদাবাজমুক্ত সুস্থ রাজনীতির জামালপুর গড়ার এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের সকাল বাজারে গণতন্ত্র মঞ্চ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জনশক্তি পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান তালুকদার বাদল।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জেলা শাখার সাধারণ সম্পাদক এড. তাজউদ্দীন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন জেলা জেএসডি'র সভাপতি মো. আমির উদ্দিন।
আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, জামালপুরে চাঁদাবাজি ও দখলবাজি চরমে পৌঁছেছে। সবাই এ চক্রের শিকার। এসবের নেপথ্যে কারা তা সকলেই জানেন। সালিশ-বৈঠক থেকেও পকেটে পুরছেন কাড়ি কাড়ি টাকা। সুস্থ রাজনীতির জামালপুর গড়তে না পারলে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়।
তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ জোট থেকে যদি আমি ধানের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি তবে জামালপুরে কোন চাঁদাবাজি-দখলবাজি থাকবে না, তা সমূলে উৎপাটন করব। আমি আশাবাদী যে, ধানের শীষ প্রতীক আমিই পাব। দলের উচ্চপর্যায় থেকে আমি এমন ইঙ্গিত পেয়েছি।
তিনি আরও বলেন, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। গুলিবিদ্ধ হয়েছি জুলাই আন্দোলনেও। জুলাই সনদে স্বাক্ষরও করেছি আমি। আমার এই কর্মকাণ্ড এবং সুস্থধারার রাজনীতি বিনির্মাণের জন্য যদি আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হই তবে জামালপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলব। যদি জোট আমাকে ধানের শীষ প্রতীক না দেয় তবে যিনি প্রতীক পাবেন তাঁরপক্ষে কাজ করব।
তিনি বলেন, বিএনপির যে ৩১ দফা তাতে আমরাও গৌরবের অংশীদার। ওদের ২৭ দফা ও আমাদের ৪ দফা মিলে ৩১ দফা। এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে একটি শক্তিশালী রাষ্ট্র।
মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/অক্টোবর ২৩, ২০২৫)