চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে ব্র‍্যাক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাকের ত্বরান্বিত শিক্ষা মডেল বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র‍্যাক শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ।

তজুমদ্দিন উপজেলায় ব্র‍্যাকের এডুকেশন প্রোগ্রামের ইএমডিসি প্রকল্পের মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে মূলত এ সভা অনুষ্ঠিত হয়। এরিয়া ম্যানেজার টিকেন রায়ের সভাপতিত্বে ও উপজেলা ম্যানেজার মানিক দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান, উপজেলা ম্যানেজার হারুন অর রশীদ প্রশিক্ষক মনির আহাম্মদ চৌধুরী, সাংবাদিক চপল রায় প্রমুখ।

(সিআর/এসপি/অক্টোবর ২৩, ২০২৫)