বাগেরহাটে কালাম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. খবির খানকে (৪৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে র্যাব-৬ ও র্যাব-১০ এর একটি যৌথ দল রাজধানীর কামরাঙ্গীচর থানাধীন ছাতা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে খবির খানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার খবির খান বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ঢেপুয়ারপাড় এলাকার নূর ইসলামের ছেলে।
র্যাব-৬ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, নিহত আবুল কালাম খান ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত ৪ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঢেপুয়ারপাড় এলাকার শেখপাড়া কাঠের পুল এলাকায় আবুল কালাম খানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। মামলার এজাহারভুক্ত ২নং আসামি মো. খবির খান ঘটনান পর পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিকে গতকাল দিবাগত রাতে র্যাব-৬ ও র্যাব-১০ এর একটি যৌথ দল রাজধানীর কামরাঙ্গীচর থানাধীন ছাতা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে খবির খানকে গ্রেপ্তার করা হয়।
(এস/এসপি/অক্টোবর ২৩, ২০২৫)