শ্যামনগরে সবজি ক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রথীন রপ্তান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রথীন রপ্তান(৫২) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে।
নিহত রথীন রপ্তানের পারিবারিক সূত্রে জানা যায়, ঘেরের বেড়িবাঁধে তিনি বিভিন্ন সবজি চাষ করেন। সবজি খেতে অনেক দিন ধরে ইঁদুরের আক্রমণে খেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। ইঁদুরের উপদ্রব কমাতে জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ফাঁদে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন জানান, সন্ধ্যার দিকে রথীন রপ্তান বাড়ি থেকে বের হন। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্ত্রী খুঁজতে গিয়ে ঘেরের মধ্যে পানিতে তাকে ভাসা অবস্থায় দেখতে পায়। ধারণা করা হচ্ছে, তিনি ঘেরে যাওয়ার পর অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছেন।
মুন্সিগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ গায়েন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
(আরকে/এএস/অক্টোবর ২৪, ২০২৫)
