সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
তপু ঘোষাল, সাভার: ঢাকা জেলার সাভারে ভক্ত ও দর্শনার্থীদের নজর কাড়ছে প্রায় ১৬ ফুট লম্বা ব্যতিক্রমী শ্যামা প্রতিমা। প্রতিমাটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থীরা মন্দিরে ভিড় করছেন। নজরকাড়া এই প্রতিমা দেখে খুশি ভক্ত ও দর্শনার্থীরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সাভারের ৪ নম্বর ওয়ার্ডের নামাবাজার মহল্লার পঞ্চবটি আশ্রমে ভক্ত ও দর্শনার্থীদের এই ভিড়ের চিত্র দেখা যায়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ব্যতিক্রমী শ্যামা পূজা দেখতে এসেছেন বিভিন্ন এলাকার মানুষ।
উত্তরা থেকে বাবা-মায়ের সঙ্গে প্রতিমা দেখতে এসেছেন সুস্মিতা রায়। তিনি বলেন, সাভারে শ্যামা পূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়। তবে সাভারের পঞ্চবটি আশ্রমের প্রতিমা থাকে প্রতি বছরই আকর্ষণীয়। এবার প্রায় ১৬ ফুট লম্বা ও ব্যতিক্রমী একটি প্রতিমা তৈরি করা হয়েছে, যা সবারই নজর কাড়ছে।
গাজীপুরের কালিয়াকৈর থেকে পরিবার নিয়ে এসেছেন সৌমিত্র পোদ্দার। তিনি বলেন, প্রতি বছরই এই মণ্ডপে পূজা দেখতে আসি। এখানে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই আসে না, অন্যান্য ধর্মাবলম্বীরাও এই প্রতিমা মন্দিরের কারুকাজ এবং মেলা দেখতে ভিড় করে।
ধামরাই থেকে আসা কলেজ পড়ুয়া অনিক সাহা বলেন, মূলত শ্যামা পূজা একদিনের হলেও সেই পূজার আমেজ থাকে কয়েক দিন। তাই সাভারের পূজামণ্ডপগুলো ঘুরে দেখতে এসেছি। তবে সাভারের অন্যান্য মণ্ডপ থেকে ব্যতিক্রমী প্রতিমা তৈরি করেছে পঞ্চবটি আশ্রমের “শুভ জাগরণী যুব সংঘ” এর শ্যামা প্রতিমা। এ ছাড়া, মণ্ডপের কারুকাজ দেখতে ভিড় করছে হাজারো মানুষ।
পঞ্চবটি আশ্রমের সহপ্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রুদ্র সাহা বলেন, আমাদের এখানে প্রতিমা দেখার জন্য হাজারো দর্শনার্থী ও ভক্তরা ভিড় করছেন। আমাদের ভলান্টিয়াররা সুষ্ঠুভাবে দর্শনার্থী ও ভক্তদের প্রতিমা দেখার জন্য কাজ করে যাচ্ছে, যাতে সবাই দেবীকে দেখে যেতে পারে। সুন্দর ও সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজার অনুষ্ঠান আজও চলছে। আমাদের এখানে কোনো ধর্মীয় বিভেদ নেই, সকল ধর্মের লোকজন এসে এখানে ভিড় করছেন।
(টিজি/এসপি/অক্টোবর ২৪, ২০২৫)
