ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি'র আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই বলেছিলেন এবারের নির্বাচন অনেক কঠিন হবে, চ্যালেঞ্জের হবে। এদেশের মানুষ তার সত্যতা পেয়েছে। আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে ইতিমধ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেও দু-একটা রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে না।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে ঈশ্বরদীর মুলাডুলি মুক্তমঞ্চে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন বাদেই যারা সুবিধা ভোগ করছে। তারাই নির্বাচন পেছানোর টালবাহানা শুরু করেছে। দেশের ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ বিএনপি সব সময়ই সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তা ইতিমধ্যে ঘোষনা করেছেন। আগামী দিনেও সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে।

মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহনাজ পারভীন মাহফুজার সভাপতিত্বে এবং বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও এনামুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম হামদু মেম্বার,ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম ভিপি শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি,পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, উপজেলা মহিলা দলের সভানেত্রী চামেলী খাতুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জুর রহমান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, সলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মালিথা,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল হাসান মুকুল মেম্বার,বিএনপি নেতা আবুল কাশেম,যুবদল নেতা হাফিজুর রহমান মুকুল, শরিফুল ইসলাম শরীফ.উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, যুবদল নেতা বিপুল মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিপুল হোসেন বুদু সহ অন্যান্যরা।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(এসকেকে/এএস/অক্টোবর ২৫, ২০২৫)