স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দলের আগেই বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে নারী ক্রিকেট দল।

নারী দল নিয়ে নিজের জোরালো আশাবাদ ব্যক্ত করে বুলবুল বলেন, ‘অবশ্যই ছেলেরা ক্রিকেটে ভালো করবে। তবে আমার মনে হয়, ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে।’

বিসিবি সভাপতির এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন নারী দল সাম্প্রতিক বিশ্বকাপে খুব ভালো পারফর্ম করতে পারেনি এবং গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। তবে এই টুর্নামেন্টেও দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক ছিল।

বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে এবং দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবিয়েছে।

মূলত নারী দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—এই তিন বিভাগেই ধারাবাহিক উন্নতিতে মুগ্ধ বিসিবি সভাপতি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ নারী দল গত কয়েক বছরে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে, নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। তাদের এই ধারাবাহিক পারফরম্যান্সই প্রমাণ করে যে, বিশ্বমানের প্রতিযোগিতায় লড়াই করার সামর্থ্য তাদের আছে।

(ওএস/এএস/অক্টোবর ২৫, ২০২৫)