ফুলপুরে ২২ বছর পর ওয়ার্ড বিএনপি'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ফুলপুর প্রতিনিধি : দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৮ নং (দিউ) ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ রোডে কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ন আহবায়ক একেএম সিরাজুল হক, ওয়াজেদুল ইসলাম, ফুলপুর পৌর বিএনপি'র যুগ্ন আহ্বায়ক রকিবুল হাসান সোহেল, মোশারফ হোসেন, এহসান রানা রুবেল, আজহারুল ইসলাম তুলা, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে ফুলপুর উপজেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলাম নিপু, পৌর বিএনপির সদস্য রজব আলী সহ ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলপুর পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবর রহমান মোস্তফা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক রুবেল।
(এসআই/এএস/অক্টোবর ২৫, ২০২৫)
