রূপক মুখার্জি, নড়াইল : 'রক্ত দিন জীবন বাঁচান, লড়ছি আমরা গড়তে মানবতা' এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট রাজনৈতিক
ড. ফরিদুজ্জামান ফরহাদ।

মোঃ ইকরামুল ইসলাম ও আফরিন শ্যামার যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, সৈয়দ শাহ আলম, মোঃ মুসা মোল্যা প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি ড. ফরিুদুুজ্জামান ফরহাদ বলেন, 'স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ। এ কাজে সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করতে হবে। আক্রান্ত মানুষের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। মানুষ ও দেশের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের কাজ করতে হবে, তবেই দেশের উন্নতি হবে। তিনি ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনা শেষে প্রায় ৯০ জন রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

(আরএম/এসপি/অক্টোবর ২৫, ২০২৫)