ঈশ্বরদী প্রতিনিধি : রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম এবং ঈশ্বরদী প্রেসক্লাব যৌথভাবে পারমাণবিক শক্তি, উৎপাদন, নিরাপত্তা এবং বাস্তব জীবনে এর প্রয়োগ বিষয়ে শিক্ষামূলক লেকচার সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পারমাণবিক তথ্য কেন্দ্রের হলরূমে শিক্ষামূলক এই লেকচার সেশন অনুষ্ঠিত হয়।

রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (MEPhI)-এর পারমাণবিক পদার্থবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপ-প্রধান প্রফেসর আলেকজান্ডার নাখাবভ লেকচার সেশনে মূল বক্তব্য রাখবেন।

বক্তব্য রাখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হেড অব এইচ আর ⁠মো. আলিউজজামান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহ-সাধারন সম্পাদক ওহিদুজ্জামান টিপু। সঞ্চালনা করেন ইমতিয়াজ হুসাইন।

প্রশ্নোত্তর পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আছমা বেগম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও হেড, এইচ আর ⁠মো. আলিউজজামান, উর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট (গণমাধ্যম), মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈকত আহমেদ, সাংবাদিক এস এম রাজা, সাংবাদিক আবুল মান্নান টিপু, সাংবাদিক হাসানুজ্জামান, সাংবাদিক শহিদুল্লাহ খান প্রমুখ।

(এসকেকে/এসপি/অক্টোবর ২৫, ২০২৫)