বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় ইউআইইউ’র তিন গবেষক
বিজ্ঞান ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং বিখ্যাত গবেষণা এলসেভিয়ারের সমন্বিত জরিপে বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ৩ জন শিক্ষক। সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ার এই তালিকা প্রকাশ করে।
বিশ্বের ২,১০,০০০ এরও বেশি বিজ্ঞানীদের মধ্যে থেকে গবেষণার বিভিন্ন মানদন্ড ও পদ্ধতির মাধ্যমে নির্বাচিত সেরা ২% গবেষকদের তালিকা প্রকাশ করা হয়। এ বছর ইউআইইউ’র ৩ জন শিক্ষক প্রফেসর ড. মো: কামরুজ্জামান, প্রফেসর ড. আল সাকিব খান পাঠান এবং ড. সৈয়দ মাসুদুর রহমান দেওয়ান বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছে।
ইউআইইউ’র স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং -এর অধ্যাপক ড. আল সাকিব খান পাঠান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রের জন্য, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র অধ্যাপক ড. মো: কামরুজ্জামান আর্থিক উদ্ভাবন, সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং টেকসই অর্থায়ন ক্ষেত্রের জন্য এবং স্কুল অফ লাইফ সায়েন্সেস অনুষদের সহকারী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান দেওয়ান ভাস্কুলার জীববিজ্ঞান, প্রদাহ এবং ফার্মাকোলজি ক্ষেত্রের জন্য তালিকাভুক্ত হন। বৈজ্ঞানিক গবেষণা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ ও অর্থনীতি, টেকসই অর্থায়ন, ভাস্কুলার জীববিজ্ঞান এবং উদ্ভাবনে ব্যতিক্রমী অবদানের জন্য তারা এই অসাধারণ সম্মান পেয়েছেন।
ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং এলসেভিয়ারের শীর্ষ ২% বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে বলেন এই স্বীকৃতি ইউআইইউ’র জন অন্যতম গরুত্বপূর্ণ অর্জন। এছাড়াও তিনি ভবিষ্যতে এই তালিকায় ইউআইইউ’র আরোও শিক্ষক স্থান পায়, সে জন্য শিক্ষকদের গবেষণায় মনোনিবেশ করার পরামর্শ দেন।
(পিআর/এসপি/অক্টোবর ২৫, ২০২৫)
