ধামরাইয়ে সপ্তাহ ব্যাপী ধর্মীয় সভা ও গীতা পাঠের আসর
দীপক চন্দ্র পাল, ধামরাাই : ধামরাই পৌর সভার বড় বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে বাৎসরিক সপ্তাহ ব্যাপী ধর্মীয় উৎসব উপলক্ষ্যে শুরু হয়েছে ধর্মীয় সভা ও গীতা পাঠের আসর।
শনিবার রাতেও ছিল গীতা পাঠের আসর। রাত সাড়ে আটটায় গীতা পাঠের আসরের গীতাপাঠ করেন দ্বিপান্নিত্বা গোস্বামী। দ্বিপান্নিত্বার গীতা পাঠে উপস্থিত হাজারো ভক্তবৃন্দ মুগ্ধ হয়।
সুশ্রী সুন্দর কন্ঠস্বর ও উচ্চ শিক্ষিত এই পাঠকের চমৎকার উপস্থাপন ছিল । মাঝে মাঝে উপস্থিত ভক্তবৃন্দের উলুধ্বনিতে উৎনব মুখর পরিবেশের রূপ নেয়। মাস ব্যাপী গীতা পাঠ শেষে আগামী ১৮ নভেম্বর শুরু হবে ধর্মীয় কীর্তন উৎসব।
উপস্থিত পানু পাল বলেন আমরা শুনেছি গীতাপাঠ,তাদের টাও ভালো লেগেছে। তবে অর্নাস ক্লাসে পড়–য়া এই মেয়েটির কন্ঠস্বর উচ্চারণ উপস্থাপন ভঙ্গিমা বেশ সুন্দর লাগলো।
ধামরাই পৌর সভার বড় বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে সেক্রেটারী রঞ্জিত পাল বাবু বলেন আমাদের বাৎসরিক ধর্মীয় কীর্তন উৎসব শুরু হবে আগামী ১৮ নভেম্বর। প্রথা অনুযায়ী এক মাস আগে থেকে বিশিষ্ট পাঠকদের মাধ্যামে গীতাপাঠ উৎসব অনুষ্ঠিত হয়। এরি ধারাবাহিকতায় আজ দ্বিপান্নিত্বা গোস্বামী পাঠ পড়ছেন আসলে সুন্দর হয়েছে। পরবর্তীতে আরো বিজ্ঞ জনরা পাঠ পড়বেন। তিনি জানান গত ১৯ অক্টোবর থেকে এই গীতা পাঠ শুরু হয়েছে বলেন। উদ্বোধন করেন বিশিষ্ট ধর্মীয় গীতা পাঠক মানিক লাল গোস্বামী।
(ডিসিপি/এএস/অক্টোবর ২৬, ২০২৫)
