দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের গোয়ালচামটে অবস্থিত র‌্যাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থাটির কোম্পানি কমান্ডার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি সম্প্রতি মধুখালী উপজেলায় বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার ঘটনায় প্রধান আসামি সৌরভ কুমার দাস (২২) গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত ২০ অক্টোবর সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে ফরিদপুর জেলার মধুখালী থানার পশ্চিম গাড়াখোলা এলাকার নজরুল ইসলাম খোকনের ভাড়াটিয়া বাসায় সৌরভ কুমার দাস তার স্ত্রী ঝর্ণা ওরফে বন্যা (২১)-কে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের পর ঝর্ণার মা শেফালী রানী বাড়ি ফিরে মেয়েকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব–১০, ঢাকা বরাবর আবেদন করেন। এরই ধারাবাহিকতায় আজ রবিবার সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে র‌্যাব–১০ এর একটি আভিযানিক দল, র‌্যাব–৬ এর সহযোগিতায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি সৌরভ কুমার দাস (২২)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সৌরভ ফরিদপুর জেলার কোতয়ালী থানার বঙ্গেশ্বরদী এলাকার বাসিন্দা। তাকে পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “স্ত্রী হত্যা মামলার প্রধান আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পেরে র‌্যাব গর্বিত। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।”

সংবাদ সম্মেলনে র‌্যাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/অক্টোবর ২৬, ২০২৫)