মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক পথচারী নারী মারা গেছেন। আজ রবিবার দুপুরের দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ফাতেমা বেগম (৫৫) মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপারা মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার স্ত্রী।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা বেগম তার নিজ বাড়ি থেকে একই উপজেলার উকিলবাড়ি এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন। দুপুরে মেয়ের বাড়িতে তার কাজীর ভাত খাওয়ার দাওয়াত ছিলো। এদিকে মাদারীপুর পুরাতন বাসস্টান্ড থেকে টেকেরহাট যাচ্ছিল যাত্রী পরিবহণের একটি লোকাল বাস। পথে মাদারীপুর সদর উপজেলার উকিলবাড়ি এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ফাতেমা বেগমকে চাপা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ফাতেমা বেগম মারা যান। অপরদিকে বাসটি রাস্তার পাশে খাদে পরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিহত লাশ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের নেয়া হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের দুইটি ইউনিট গিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে এক পথচারী নারী মারা গেছে।

(এএসএ/এসপি/অক্টোবর ২৬, ২০২৫)