বিশেষ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগের উদ্যোগে 'কারাগার, সংস্কার ও পুনর্বাসন; বাংলাদেশে সংশোধনাগার প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ' শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগের চেয়ারপারসন শাহারিয়া আফরিন উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই সেমিনারে প্রধান অতিথি থাকবেন কারা অধিদপ্তর, বাংলাদেশের অতিরিক্ত আইজি কারাগার মোহাম্মদ জাহাঙ্গীর কবির। তিনি আরও জানান, অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ -এর সিনিয়র জেল সুপার, সুরাইয়া আক্তার এবং কাশিমপুর কারাগার-২, গাজীপুর, বাংলাদেশ -এর সিনিয়র জেল সুপার আল মামুন।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন শাহারিয়া আফরিন।

ওই সেমিনানারে বিভিন্ন গণমাধ্যমকর্মী সহ আমন্ত্রিত অতিথি ও আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন।

(আরআর/এসপি/অক্টোবর ২৬, ২০২৫)