সোনাতলায় মামলা তুলে নিতে বাদিকে হুমকির প্রতিবাদে মানববন্ধন
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় মামলা তুলে নিতে বাঁদিকের হুমকির প্রতিবাদে এবং নিরাপত্তা চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত।
আজ রবিবার দুপুরে কলেজ স্টেশনে ভুক্তভোগী পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে এলাকার নানা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, আহত আলম ইসলাম,মামলার বাদি আঞ্জুয়ারা বেগম, মামলায় জামিনে থাকা আসামি মোহিদ, আলমের ভাগ্নে আলামিন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আসামিরা প্রতিনিয়তই মামলা তুলে নিতে বারংবার বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। তারা এটিও জানায় মামলা তুলে না নিলে এর চেয়েও বড় ধরনের ক্ষতি সম্মুখিন হতে হবে তাদের। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জীবনের নিরাপত্তা দাবি করেন।
উল্লেখ্য, বিগত বেশ কিছু দিন পূর্বে দিগদাইর ইউপি সদস্য লাকীর বাড়িতে সালিশ শেষে রাত ১টায় বাড়ি ফিরার পথে দিগদাইর ইউপি'র শিহিপুর (মধ্যপাড়া)র মৃত নূরুল ইসলাম এর ছেলে আলম ইসলাম ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
(বিএস/এসপি/অক্টোবর ২৬, ২০২৫)
