সভাপতি আজাদ, সম্পাদক মিঠুন
পাংশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী কে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাতের দিকে পাংশা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম (সাপ্তাহিক পাংশা বার্তা), সহ-সাধারণ সম্পাদক অতুল সরকার (দৈনিক সংবাদ চিত্র), অর্থ সম্পাদক আব্দুস সোবহান (সাপ্তাহিক পাংশা বার্তা), দপ্তর সম্পাদক মেহেদী হাসান (সাপ্তাহিক অগ্রযাত্রা), কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু (সম্পাদক সাপ্তাহিক পাংশা বার্তা), আব্দুর রহিম (প্রভাষক পাংশা মহিলা কলেজ, কলামিস্ট), রবিউল ইসলাম রাজিব (দৈনিক জনতার আদালত), সাধারণ সদস্য উৎপল সরকার (দৈনিক স্বদেশ প্রতিদিন), শারমিন সুলতানা (দৈনিক ঐশি বার্তা), মো: রবিউল ইসলাম (দৈনিক সংবাদ চিত্র), মো: তুহিন মন্ডল (দৈনিক সংবাদ চিত্র), খাইরুল ইসলাম (দৈনিক বাঙালি সময়), মানিক হোসেন (বিডিনিউজ)।
এর আগে গত শনিবার সন্ধ্যা ৬ টায় পাংশা উপজেলা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি আবুল কালাম আজাদ প্রথমেই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে কার্যনির্বাহী সদস্য ও সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেমের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভা শুরু হয়।
দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ বহাল রেখে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়।
(একে/এসপি/অক্টোবর ২৬, ২০২৫)
