সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবন থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু বাহিনী প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গাকে (৪৮) আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

আজ রবিবার সকালে সুন্দরবনের শিপসা নদীর কালাবগি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাঙ্গা বাহিনী প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গা বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা নেভিগেটিং কর্মকর্তা লে. মো. খালিদ সাইফ্ল্লুাহ্ এতথ্য নিশ্চিত করে জানান, বনদস্যু রাঙ্গা বাহিনী প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গা তার দলবল নিয়েগত ৩১ জুলাই সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এরপর থেকেই রাঙ্গা বাহিনীর সদস্যূদের আটকের অভিযানে নামে কোস্টগার্ড। গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর ২ সদস্যকে আটক করে তাদের কাছে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়। রবিবার সকাল ৬টার দিকে সুন্দরবনের শিপসা নদীর কালাবগি এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু বাহিনী প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গাকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে মুক্তিপনের দাবিতে জেলেদের অপহরণ করে আসছিলো। তার কাছ থেকে উদ্ধরকৃত দুটি বন্দক ও গোলাবারুদসহ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

(এস/এসপি/অক্টোবর ২৬, ২০২৫)