কাপাসিয়ায় বিএনপির উঠান বৈঠক
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আজ সোমবার উঠান বৈঠক করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা'কে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই ওয়ার্ডের সভাপতি শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা বিএনপি‘র সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা , সাধারণ সম্পাদক মাসুম সরকার, সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল কবির সাব্বির, উপজেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুশতাক আহমেদ প্রমুখ। এ সময় দলীয় নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন।
(এসকেডি/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)
