কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে পড়ে ব্যবসায়ীর নিখোঁজ, লাশ উদ্ধার
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট (মানি বাড়ি) গ্রামের মৃত মোঃ কফিল উদ্দিন দর্জির ছোট ছেলে সাকিল আজ সোমবার সকালে লাখপুর বাজার থেকে কলা বিক্রি করে শীতলক্ষ্যা নদী দিয়ে নৌকায় বাড়ি ফেরার পথে নিজ বাড়ি সংলগ্ন মুচি বাড়ি এলাকায় আসলে হঠাৎ নৌকা থেকে পড়ে গিয়ে তলীয়ে যায়। সে ঐতিহ্যবাহী তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র। সে মানসিক ভাবে বিভিন্ন রোগে ভুগছিল বলে পারিবারিক সুত্র জানান। সে শীতলক্ষ্যা নদী ও ব্রম্মপুত্র নদের গড়ে উঠা স্থানীয় ধাঁধার চরে চাষাবাদ ও ফলফলাদি উৎপাদন করে জীবিকা নির্বাহ করত।
সাকিল আজ সকালে কলা বিক্রি করার জন্য পাশ্ববর্তী লাখপুর বাজারে যায়। সে বাজারে কলা বিক্রি করে বাড়ী ফেরার পথে নদিতে পড়ে যায়। এর পর থেকে আর তকে খুজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে কাপাসিয়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে লাশ উদ্ধারের চেষ্টা করে বিকেল ৫টার দিকে নদী থেকে সাকিলের লাশ উদ্ধার করে কাপাসিয়া থানায় নিয়ে আসে।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার জানান, আইনী প্রকৃয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(এসকেডি/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)
